তবে বন্ধুরা বলে রাখি, আমার টিউন মনোযোগ দিয়ে পড়লে আর ঠিকমত প্রয়োগ করতে পারলে আজকের মধ্যেই আপনি আপনার কাজের ফল পেয়ে যাবেন ।। এর জন্য দিন দিন অপেক্ষা করতে হবে না । একদিনেই রেজাল্ট । শুরুতেই 5$ উপর ইনকাম হবেই হবে কোনরকম অভিঙ্গতা ছাড়া ।
তো বন্ধুরা, টিউনটি শুরু করার পূর্বে আপনাদের ইন্টারনেটে ইনকাম বিষয়ে
ছোটখাটো একটু ধারণা দিয়ে দেয় তাহলে আমার আজকের টিউনটি বুঝতে সহজ হবে ।
ইন্টারনেটে বিভিন্ন ভাবে ইনকাম করা যায় । আউটসোর্সিং, পিটিসি, ইউটিউব মার্কেটিং, ডাটা এন্ট্রি, এপস দিয়ে বিভিন্ন প্রকার যা বলে শেষ করা যাবে না ।
এখন কোথা হচ্ছে আপনি কোনটাতে কাজ শুরু করবেন ? এ বিষয়ে নিজেকেই ঠিক করতে পারেন নি । কোন সময় ধরছেন পিটিসি আবার কোন সময় ওয়েপ সাইট তৈরি করে ইনকাম আবার কোন সময় এপস ডাউনলোড করে । এর ফলে আপনি একটাতেও ইনকাম করতে পারছেন না ।
আবার আমাদের দেশে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি । যেকিনা অতিরিক্ত বেশি টাকার লোভ দেখায় আর কাজের সময় ফাঁকা ।
কেউ বলে 20 টাকায় সাইট তৈরি করে প্রতিদিন 100 টাকার উপর ইনকাম করতে পারবেন অথচ সে নিজেই ইনকাম করতে পারে না তাই তার ছোট সাইট বিক্রি করবে । এরকমই আমাদের দেশের অবস্থা । আর যেগুলো সাইট থেকে বেশি ইনকাম হবে সেগুলো সাইট বেশির ভাগই কেউ শেয়ার করতে চায় না । কেউ কাজ শিখতে চাইলে তার কাছ থেকে মোটা অংকের টাকা চেয়ে বসে ফলে যারা দরিদ্র তাদের আর ইন্টারনেটে ইনকাম হয় না ।
তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে তেমনই একটি গোপন টিপস দিব আর মাধ্যমে সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস এর মতো হওয়ার চেষ্টা না করে ছোট খাটো ব্যবসা আপনি নিজেই চালু করতে পারবেন ।
আমার আগের ডাটা এন্ট্রি বিষয়ে টিউনটি পড়তে এখানে যান । এই টিউন এন্ড্রোয়েড দিয়ে কীভাবে ডাটা এন্ট্রি কাজ করা যায় তার উপর করা হয়েছে আমার এই টিউন 2captcha.com থেকে কীভাবে বেশি ইনকাম করা যায় এর উপর করা হচ্ছে তাই যারা এ বিষয়ে অনেক জানে তারা না পড়লেই আমি খুশি হব । তবে জানার মাঝেও অনেক অজানা রয়ে যায় তাই google, YouTube এ 2captcha বিষয়ে আরও বিষদ জানতে পারবেন ।
আরও কিছু কথা
কেন আপনি ডাটা এন্ট্রি কাজ করবেন?
1. কাজ খুব সহজ ( যেমন আমরা কোন সাইট রেজিস্টার করতে গেলে একটি ক্যাপচা পূরণ করতে বলে সেরকম কাজ)
2. ডাটা এন্ট্রি কাজ আউটসোর্সিং করতেও ব্যবহার হয় যেমন আমি যখন ডাটা এন্ট্রি কাজের সাথে প্রথম পরিচিত হই তখনকার কথা বলি । আমি টেকটিউন এ একটি পোষ্ট দেখছিলাম যে একজন পার্ট টাইম জব দিবে মাসে 4000+ টাকা দিবে । রাত 8-12 পর্যযন্ত কাজ করতে হবে । তো আমিও সেখানে apply করি এবং নতুন করে ডাটা এন্ট্রি কাজের সাথে পরিচয় হই । তখনই ভেবেছিলাম ডাটা এন্ট্রির মতো আর কাজ হয় না । তো বন্ধুরা চাইলে আপনারও কোন ব্যক্তিকে ভাড়া করে কাজ করাতে পারেন যদি আপনি সেখানে সময় না দিতে পারেন ।
বন্ধুরা অনেক কথা বললাম এবার মূল কাজে যাই এবং আজকে থেকেই ডাটা এন্ট্রি কাজ শুরু করে দেই ।
প্রথমে যেহেতু আমি এই টিউনটি কম্পিউটার/ল্যাপটপ এর কথা বলেছি তাই কম্পিউটার অথবা ল্যাপটপ লাগবে । এন্ড্রোয়েড দিয়ে কাজ করতে চাইলে আমার আগের পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ুন । তো বন্ধুরা কাজ করতে যা যা লাগবে :
1. একটি কম্পিউটার/ল্যাপটপ
2. প্রচুর ধৈর্য
3. ইন্টারনেট স্পিড এবং
4. সততা
তবেই আপনি সফলতা পাবেন ।।
তো বন্ধুরা এসব যদি আপনার থাকে তবে নিচের লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ে আজকেই কাজ শুরু করে দিন ।
প্রথমে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন
ভিডিওটি দেখা শেষ হলে, যে .net framework software টি install করতে বলা হয়েছে তা install করুন ।
তারপর এখান থেকে রেজিস্টার করে একটি একাউন্ড তৈরি করে নিন । মনে রাখবেন এটি আপনার মূল একাউন্ট এখান থেকেই আপনি টাকা তুলতে পারবেন
একাউন্ট তৈরি করা হয়ে গেলে
এখান থেকে 2captcha bot software টি install দিন মনে রাখবেন 2captcha bot software টি শুধু কাজের জন্য । মানে এখানে কাজ করবেন আর ডলার 2captcha.com এ জমা হবে ।
আর এখানে পেমেন্ট ও পাওয়া যায় খুব সহজে সর্বনিম্ন .5$ থেকে পেমেন্ট দেয় । মানে 1$ এরও অর্ধেক হলেই পেমেন্ট তাও আবার সাথে সাথে পেমেন্ট । সাইটটি কিন্তু রাশিয়ান তাই এখানে webmoney, payza, bitcoin advcash দিয়ে ডলার তুলতে পারবেন ।
বাংলাদেশের জন্য payza তে টাকা তুলা খুব সহজ সর্বনিম্ন 1$ হলেই পেইজাতে পেমেন্ট পাবেন আর যদি টাকা রিচার্জে নিতে চান তবে bitcoin থেকে পেমেন্ট নিতে পারেন ।
আর সাইটটির বিষয়ে যেকোনো প্রশ্নের উত্তর ফেসবুকে তারা সাথে সাথে দেয় ।। তাই কোন অসুবিধা হলে তাদের সাথে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন ।
অনেক কথা বললাম বন্ধু এবার শেষ করার পালা সবাই ভালো থাকবেন আর 2captcha সাইটটিতে ধৈর্য অনুযাগী কাজ করলে আশা করি আপনাকে আর ইন্টারনেটে কাজের খোঁজ করতে হবে না । এটিই আপনি চাকরি হিসেবে চালিয়ে যেতে পারবেন ।
Padmavati Full Movie Download
ReplyDeleteBlack Panther Full Movie Download HD mp4 video Full HD, 3GP 720p
Tamil Dubbed Movies HD Video
How To Earn Money HD Video
Padman Full Movie Download HD mp4 video Full HD
Jio Pagla Full Movie Download
Hate Story 2 Full Movie HD Download Filmywap